ত্বকের সমস্যার জন্যঃ তুলসি গুঁড়া ত্বকের জন্য খুবই উপকারি।তুলসিগুঁড়ার পেস্ট মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়।এ ছাড়াও তিলের তেলের সাথে তুলসিগুঁড়া হালকা গরম করে ত্বকে লাগালে ত্বকের যে কোনও সমস্যায় বেশ উপকার পাওয়া যায়।*তুলসি পাতা গুঁড়ার সাথে, গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে ব্যাবহার করতে পারেন।*তুলসি গুঁড়ার সাথে মসুর ডাল গুঁড়া মিশিয়ে ত্বকে ব্যাবহার করতে পারেন।****
চুলের জন্যঃ নারিকেল তেল/অলিভ অয়েল এর সাথে তুলসি গুঁড়া মিশিয়ে সারারাত চুলেলাগিয়ে সকালে ধুয়ে ফেলুন।এই ভাবে কয়েক বার ব্যাবহার করার পর দেখবেন চুলের সমস্যা (চুলপড়া রোধ, খুশকি দূর,নতুন চুল গজাতে) সাহায্য করবে।